Tuesday, July 24, 2018

Preposition

Preposition


আসুন একটি গল্প শিখি, যার নাম Preposition:আজ সকালে একটা মুরগির ডিম কিনে বাসায়যাচ্ছিলাম। কিসের ডিম মুরগির। এর বোঝালে of.দোকান থেকে from বাসার দিকে to. কিন্তু গতিশেষ বোঝাতে onto.হঠাৎ মহুয়া আপু আর ববী আপুরসাথে দেখা। সাথে বোঝালে with. আমি তাদের ডিমসিদ্ধ করে খাওয়াব। দুই ভাগ করলাম। একটা বড়আরেকটা ছোট। বড় জায়গার আগে in ছোট জায়গারআগে at. দুইজনের মধ্যে অমিল সৃষ্টি হলো। বিরোধবোঝালে against. দুইজনের মধ্যে বোঝালেbetween. হঠাৎ আহাদ ভাই আরিফ ভাই সালমানভাই এপি আপু কনক ভাই হিরা ও মাহমুদা আসল। বলল আমরাও চাই। হিরা ও মাহমুদা এসে সবার মাঝে ভাগ করে দিলেন। সবার মাঝে বোঝাতে among.রাজীবভাই বলল আকাশ ভাই ডিম কার জন্য এনেছিলেন। জন্য for. ডিমের উপর লবণ দেওয়া। উপর বোঝালে on.একটা একটু উপরে মাছি ছিল। স্পর্শ ছাড়া উপরেabove. একটা তেলাপোকা উপর দিয়ে উড়ে গেল। উপর দিয়ে যাওয়া over. নিচে ছিল একটা প্লেট ছিল।নিচে under, beneath. পাশে ছিল চামচ। পাশেbeside.খাওয়ার আগে ঝগড়া পরে মাসতী। আগেbefore পরে After.তারপর আমরা সবাই নৌকা দিয়েনদী পার হয়ে রাস্তার ধার দিয়ে হাটছিলাম। নদীপার হওয়ার ক্ষেত্রে across, রাস্তার পাশে along.আমরা বনের মধ্যে যাচ্ছিলাম। কোনো কিছুর মধ্যেযাওয়া। through.হঠাৎ অনু আপু অরিন আপুকে বলল,সর্বশেষ কবে ডিম খেয়েছেন? মিরাব বলে উঠল, আমিসর্বশেষ ডিম খেয়েছিলাম 2015 সালের এপ্রিলমাসের 15 তারিখের দুপুর ২ টায়. বছরের আগে in,মাসের আগে in, দিনের বা তারিখের আগে on,বারের আগে on, সময়ের আগে at. রাজীব ভাই বললেন,ডিম সম্পর্কে আর কিছু বলা যাবে না। সম্পর্কেবোঝালে about. আমরা আমরা সন্ধ্যায় সবাই যারযার বাসায় চলে গেলাম। সন্ধ্যার আগে in.........(Collected)Facebook

No comments:

Post a Comment